প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ২০১২ সাল থেকে কুষ্টিয়া জেলার প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিবর্গকে চিকিৎসা সেবা ও বিভিন্ন ধরণের সহায়ক উপকরণ প্রদান করা হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার ও উন্নয়নে তথা তাদের স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ সৃষ্টি করে সমাজের মূল স্রোতধারায় একীভূত করার লক্ষ্যে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কাজ করে যাচ্ছে।
১। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে বিনামূ্ল্যে ফিজিওথেরাপী, স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপী, অকুপেশনাল থেরাপী, চোখের দৃষ্টি শক্তি পরিমাপ, হেয়ারিং এ্যাসেসমেন্ট, অটিজম বিষয়ক সেবা, কাউন্সেলিং এবং বিনামূ্ল্যে অভিভাবকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
২। বিভিন্ন ধরণের সহায়ক উপকরণ (হুইল চেয়ার, ট্রাই সাইকেল, স্ট্যান্ডিং ফ্রেম, হেয়ারিং এইড, সাদা ছড়ি) বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস